জাতীয় পার্টি ফ্যাসিবাদী কায়দায় ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে : আখতার হোসেন
রংপুর প্রতিনিধি: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অতীতের মতো আবারও ফ্যাসিবাদী কায়দায় জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
তিনি বলেন, তারা চায় না দেশ বর্তমান রাষ্ট্রীয় কাঠামো থেকে উত্তরণ ঘটুক। জাতীয় পার্টি যেভাবে ফ্যাসিবাদী কায়দায় গৃহপালিত বিরোধী দল হিসেবে দেশ পরিচালনায় অংশ নিয়েছিল, সেই মনোভাব থেকেই তারা এখন ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আখতার বলেন, জাতীয় পার্টি ‘না’ ভোটের কথা বললেও জনগণ তাতে গুরুত্ব দেবে না। বরং জনগণ গণভোটকে নয়, জাতীয় পার্টিকেই ‘না’ বলে দেবে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা পরিস্থিতির অবনতিরই বহি:প্রকাশ।
যারা ফ্যাসিবাদের দোসর এবং গণহত্যার সাথে জড়িত ছিল, তাদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হতো। নির্বাচনি প্রচারণা নিয়ে এক ধরনের শঙ্কা কাজ করছে। যে কোনো পরিস্থিতি সাহসের সাথে মোকাবিলা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা প্রস্তুত রাখার আহ্বান জানান তিনি।
এনসিপির সদস্য সচিব আখতার হোসে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের ১০ দলীয় জোট থেকে শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন। তার এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মোহাম্মদ এমদাদুল হক ভরসা (ধানের শীষ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রগতি বর্মণ তমা (কাঁচি), বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা (রিকশা), বাংলাদেশ কংগ্রেসের উজ্জল চন্দ্র রায় (ডাব), জাতীয় পার্টির আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাহিদ হোসেন (হাতপাখা)।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154774