নওগাঁয় ৬টি আসনে ৩২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

নওগাঁয় ৬টি আসনে ৩২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

নওগাঁ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয় ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৩২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: সাইফুল সাইলাম প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন।

নওগাঁর ৬টি আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের দলীয় প্রার্থী ২৭জন এবং স্বতন্ত্র ৫জন প্রার্থীর মধ্যে এই প্রতীক বরাদ্দ করা হয়। এসময় নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালনের বিষয়ে বিশেষভাবে নির্দেশনা দেয়া হয় প্রার্থীদের। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান। নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: সাইফুল সাইলাম বলেন, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করবেন। বর্তমানে নির্বাচনি মাঠে ২২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছে। এছাড়াও প্রত্যেক এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করবে।

পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি নির্বাচনি মাঠে কাজ করবে। আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154772