৫২ দিন পর হিলি বন্দরে চাল আমদানি শুরু
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: সরকার আমদানির অনুমতি দেওয়ায় দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আসতে শুরু করেছে। প্রায় ৫২ দিন পর আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে মেসার্স ডি পি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান দুটি ভারতীয় ট্রাকে ৭৭ মেট্রিক টন চাল আমদানি করে।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর বাঁধন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের ৩০ নভেম্বর থেকে চাল আমদানি বন্ধ ছিল। প্রায় ১ মাস ২২ দিন পর আবারো শুল্কমুক্তভাবে চাল আমদানি শুরু করেছেন আমদানিকারকরা। দেশের বাজারে চালের চাহিদা বিবেচনায় নিয়ে এবং বাজার দর স্বাভাবিক রাখতে কাস্টমস কর্তৃপক্ষ দ্রুততার সাথে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পণ্য ছাড়করণ করছেন।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দরের মাধ্যমে মোট ৩২ জন আমদানিকারককে ১৪ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। তিনদিন আগে তারা অনুমতি পান। আজ বুধবার (২১ জানুয়ারি) থেকে চাল আমদানি শুরু হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154767