নীলফামারীর কিশোরগঞ্জে ট্রলি মালিকের ৫০ হাজার টাকা জরিমানা

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রলি মালিকের ৫০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে চাঁদখানা সারোভাষা এলাকা হতে নদীর বালু পাচারের দায়ে ২টি মাহেন্দ্র ট্রলি আটক করে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিম আঞ্জুম সোহানিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ট্রলি মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে। অর্থদণ্ড প্রাপ্ত হলো- দিনাজপুর সদর উপজেলার খামারকান্ত বাগ গ্রামের মৃত ওসমান আলী তালুকদারের ছেলে আরিফ আলী তালুকদার(৫২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় চাঁদখানা সারোভাষা এলাকায় নদী থেকে বালু পাচার হচ্ছে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে মাহেন্দ্র ট্রলি ২টি রেখে চালকরা পালিয়ে যায়। পরে ট্রলি ২টি উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রলি মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বালু পাচারের সময় ট্রলিগুলো আটক করা হয়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলির মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154756