জয়পুরহাটের আক্কেলপুরে ইউপি সদস্য চার বছর পর পেলেন দায়িত্ব
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হিসেবে চার বছর পর শপথ গ্রহণ করেছেন আব্দুস সবুর পিন্টু। আব্দুস সবুরের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ২০২১ সালের ওই ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচনের ভোট গণনা নিয়ে অনিয়মের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। শপথ শেষে তিনি সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত তিলকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে আব্দুস সবুর পিন্টু (তালা প্রতীক) ও মারুফ হাসান রনি (ফুটবল প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ শেষে ভোটকেন্দ্রের সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা মারুফ হাসান রনিকে এক ভোটে বিজয়ী ঘোষণা করেন।
ফলাফল নিয়ে আপত্তি তোলেন আব্দুস সবুর পিন্টু। পাঁচ দফা পুনর্গণনার পরও তাকে এক ভোটে পরাজিত দেখানো হয়। এরপর মারুফ হাসান রনি শপথ নিয়ে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভোটের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে আব্দুস সবুর পিন্টু ২০২১ সালের ১৫ ডিসেম্বর জয়পুরহাট জজ আদালতের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন।
দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ১৫ অক্টোবর জেলা নির্বাচনী ট্রাইব্যুনাল (ইউনিয়ন পরিষদ) আদালতের বিচারক ইফতেখার শাহরিয়ার ভোট পুনর্গণনার আদেশ দেন। আদালতে প্রকাশ্যে পুন: ভোট গণনায় তালা প্রতীকে আব্দুস সবুর পিন্টু পান ১ হাজার ১ শত ১৪ ভোট এবং ফুটবল প্রতীকে মারুফ হাসান রনি পান ১ হাজার ১ শত১১ ভোট। এতে তিন ভোটের ব্যবধানে আব্দুস সবুর পিন্টুকে বিজয়ী ঘোষণা করা হয়।
আদালতের রায়ের পর নির্বাচন কমিশন আব্দুস সবুর পিন্টুকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত তার দপ্তরে শপথ করান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154754