জয়পুরহাটের দুটি আসনে প্রতীক বরাদ্দ

জয়পুরহাটের দুটি আসনে প্রতীক বরাদ্দ

জয়পুরহাট প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দু’টি আসনে বিএনপি ও জামায়াতসহ মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রার্থীদের হাতে তাদের বরাদ্দকৃত প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.  আল মামুন মিয়া। এর আগে তিনি নির্বাচনে আচরণবিধি তুলে ধরে তা যথাযথভাবে মেনে চলার জন্য  প্রার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন-জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব-উন-নবী, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান প্রমুখ।

নির্বাচনে জয়পুরহাট-১ আসনে বিএনপি, জামায়াত, বাসদ ও বাসদ (মার্কসবাদী) এবং স্বতন্ত্র প্রার্থীসহ পাঁচজন  এবং জয়পুরহাট-২ আসনে বিএনপি, জামায়াত ও এবি পার্টির প্রার্থীসহ তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154745