বগুড়া-২ শিবগঞ্জ আসনে মীর শাহে আলম ও মান্নাসহ ভোট যুদ্ধে ৭ প্রার্থী

বগুড়া-২ শিবগঞ্জ আসনে মীর শাহে আলম ও মান্নাসহ ভোট যুদ্ধে ৭ প্রার্থী

শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে ৭ বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যে কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় ৭ প্রার্থীই নির্বাচনী মাঠে থাকছেন।

এ দিকে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না ও বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম। গত ১ মাস যাবৎ দীর্ঘ অপেক্ষার পর  মঙ্গলবার মনোনয়ন পত্র প্রত্যাহার শেষে দুজনই ভোটের মাঠে রয়ে গেলেন। উল্লেখ্য এ আসন থেকে বিএনপি সমঝোতার মাধ্যমে প্রথমে নাগরিক ঐক্যর মান্নাকে প্রার্থী ঘোষণা করেছিল।

অপর দিকে উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম প্রথম থেকেই নিজেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রচারনা চালিয়ে আসছেন। এ অবস্থায় গতকাল মঙ্গলবার এ জল্পনার অবসান ঘটে। এ আসনে অন্যান্য প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু কালাম শাহাদাতুজ্জামান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জামাল উদ্দিন, গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী সেলিম সরকার এবং স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু।

জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে মনোনয়নপত্র যাচাই শেষে চূড়ান্ত তালিকাভুক্ত ৭ প্রার্থীই নির্বাচনী মাঠে থাকছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154734