নায়ক রাজ রাজ্জাকের জন্মদিন উপলক্ষে অবুঝ মন
২৩ জানুয়ারি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাক-এর জন্মদিন এ উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দা জুড়ে ২২ ও ২৩ জানুয়ারি রয়েছে নানান আয়োজন।
দুপুর ১:০৫ মিনিট দেখবেন নায়করাজ রাজ্জাক-এর জন্মদিন উপলক্ষে এবং সিনেমার গান
২২ জানুয়ারি দুপুর ৩:৩০ মিনিট দেখবেন নায়করাজ রাজ্জাক-শাবানা অভিনীত সাড়া জাগানো ক্লাসিক চলচ্চিত্র অবুঝ মন।
২৩ জানুয়ারি সকাল ৭:৪০ মিনিট দেখবেন চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন গান দিয়ে শুরু অতিথিশিল্পী- মো. খুরশিদ আলম, স্বর্ণা এবং ইমরান খন্দকার।
বিকাল ৪:৩০ মিনিটে দেখবেন আবদুর রহমান-এর উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান নায়ক থেকে নায়করাজ বিকাল ৫:২০ মিনিটে দেখবেন শাইখ সিরাজের নির্মাণ নায়করাজের জীবনীনির্ভর প্রামাণ্যচিত্র রাজাধিরাজ রাজ্জাক।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154732