এমটিবির নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ‘এমটিবি লেনদেন’-এর যাত্রা শুরু
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের নিজস্ব হোস্টেড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ‘এমটিবি লেনদেন’-এর গো-লাইভ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। এটি এমটিবির ডিজিটাল ও পুঁজিবাজার সেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, উপ-পরিচালকবৃন্দ, গৌতম প্রসাদ দাস, মোঃ বখতিয়ার হোসেন, মোঃ শামসুল ইসলাম, উসমান রশীদ মুয়িন ও রেইস উদ্দিন আহ্মাদ; এবং এমটিবিএস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ. নজরুল ইসলাম মজুমদার। এছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা সদস্য এবং এমটিবি’র টেকনলোজি অপারেশন ও ডিজিটাল ব্যাংকিং বিভাগের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এমটিবি লেনদেন চালুর মাধ্যমে গ্রাহকরা আরও আধুনিক, নিরাপদ ও কার্যকর ট্রেডিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। এই সিস্টেমে ডিএসই ও সিএসই-এর সঙ্গে মাল্টি এক্সচেঞ্জ ইন্টিগ্রেশন, স্মার্ট অর্ডার রাউটিং, অনলাইন বিও অ্যাকাউন্ট খোলার সুবিধা, ট্রেডিং অ্যালার্ট, অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল অ্যাপ, টেকনিক্যাল অ্যানালাইসিস টুল এবং শাখা ও কল সেন্টারভিত্তিক বিস্তৃত সেবার সুযোগ রয়েছে।
এমটিবি লেনদেনের যাত্রা শুরু এমটিবির প্রযুক্তিনির্ভর গ্রাহকসেবা উন্নয়ন এবং বাংলাদেশের পুঁজিবাজারে আরও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকারকে প্রতিফলিত করে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154730