পূবালী ব্যাংক পিএলসি অর্জন করলো আন্তর্জাতিক মানের PCI-DSS সার্টিফিকেশন

পূবালী ব্যাংক পিএলসি অর্জন করলো আন্তর্জাতিক মানের PCI-DSS  সার্টিফিকেশন

পূবালী ব্যাংক পিএলসি দীর্ঘ প্রায় সাত দশক ধরে দেশের ব্যাংকিং খাতে আস্থা, সেবা ও নৈতিকতার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। গ্রাহকের তথ্য সুরক্ষা, নৈতিক ব্যাংকিং চর্চা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে পূবালী ব্যাংক পিএলসি আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (PCI-DSS) সার্টিফিকেশন অর্জনের মাধ্যমে ব্যাংকটি তার কার্ডভিত্তিক ও ডিজিটাল লেনদেন সেবায় সর্বোচ্চ নিরাপত্তা ও আস্থার প্রতিশ্রুতি আরও সুদৃঢ় করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণে পূবালী ব্যাংক পিএলসি ২০২২ সালের মাঝামাঝি সময়ে চঈও-উঝঝ কমপ্লায়েন্স কার্যক্রম শুরু করে। এই দীর্ঘ ও চ্যালেঞ্জপূর্ণ প্রক্রিয়ায় প্রযুক্তিগত ঘাটতি চিহ্নিতকরণ, সিস্টেম ও নিরাপত্তা অবকাঠামো আধুনিকায়ন, PCI-DSS  ভার্সন আপগ্রেডসহ বিভিন্ন ধাপ সফলভাবে সম্পন্ন করা হয়। ধারাবাহিক প্রচেষ্টা, কার্যকর সমন্বয় এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংকটি সকল নির্ধারিত শর্ত পূরণ করে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রথমবারের মতোPCI-DSS  সার্টিফিকেশন অর্জন করে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত PCI SSC  কর্তৃক অনুমোদিত কোয়ালিফায়েড সিকিউরিটি অ্যাসেসর প্রতিষ্ঠান কন্ট্রোল কেস (Control Case) উক্ত সার্টিফিকেশন প্রদান করে, যেখানে আই-ক্লিক সল্যুশনস লিমিটেড (I-Clique Solutions Limited)) পূবালী ব্যাংক পিএলসি’র লোকাল পার্টনার হিসেবে কাজ করে। 

এই সাফল্য অর্জনে পূবালী ব্যাংকের আইসিটি অপারেশন বিভাগ, কার্ড অপারেশন বিভাগ, সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগ, কার্ড বিজনেস বিভাগ এবং অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল (ADC) বিভাগের সম্মিলিত ও সমন্বিত অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

এই গুরুত্বপূর্ণ অর্জনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের অবদানকে সম্মান জানাতে পূবালী ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ের বোর্ড রুমে PCI-DSS  সার্টিফিকেশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আন্তর্জাতিক মানের এই সার্টিফিকেশনটি আনুষ্ঠানিকভাবে পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর কাছে হস্তান্তর করা হয়।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154726