কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত ও আরও একজন আহত হয়েছে।

নিহত ব্যক্তি পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে নাইম হোসেন (২০)। আহত ব্যক্তি রামখানা ইউনিয়নের আলতাফ হোসেনের ছেলে আজিজুল ইসলাম (২২)। আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর ডাংগিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে নাঈম ও আজিজুল মোটরসাইকেলে নাখারগঞ্জ-নাগেশ্বরী সড়কে নাখারগঞ্জ থেকে নাগেশ্বরী আসছিল। এসময় সান্তোষপুর ইউনিয়নের গোপালপুর ডাঙ্গিরপাড় ব্রিজের কাছে এসে মোড় ঘুরতে গিয়ে একটি ইউক্যালিপ্টাস গাছের সাথে সজোরে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলে নাইম নিহত ও আজিজুল গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে আজিজুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154720