ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি: ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক
প্রতিষ্ঠার ১২ তম বর্ষপূর্তিতে ৭৫ লাখ গ্রাহককে আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এনে ব্যাংকিং সেবায় এক অনন্য মাইলফলক অর্জন করেছে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং। এ উপলক্ষে নানা আয়োজনে এজেন্ট ব্যাংকিং সেবার ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো ব্যাংক এশিয়া পিএলসি।
১৭ জানুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর পল্টনস্থ ব্যাংকের কর্পোরেট অফিস- র্যাংগস্ টাওয়ারে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ছিল কেক কাটা, নতুন সেবা ও ক্যাম্পেইন উদ্বোধন এবং সেরা এজেন্ট ও কর্মীদের সম্মাননা প্রদান।
ব্যাংকের চেয়ারম্যান জনাব রোমো রউফ চৌধুরী পরিচালনা পর্ষদের সদস্য ও ব্যবস্থাপনা পর্ষদের সদস্যদের নিয়ে কেক কাটেন। এ সময় ‘ক্যাশ বাই কোড’ সেবা এবং ‘রেমিট্যান্স সুরক্ষা’ নামে আর্থিক সাক্ষরতা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয় এবং সেরা পারফরমার এজেন্ট ও কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান জনাব জাকিয়া রউফ চৌধুরী, পরিচালক জনাব রোমানা রউফ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক জনাব মো. আতাউর রহমান, এনডিসি, ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর কে হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. সাব্বির হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব জিয়াউল হাসান (এজেন্ট ব্যাংকিং এন্ড চীফ ক্রেডিট অফিসার), জনাব আরিকুল আরেফিন ও জনাব সৈয়দ জুলকার নাইনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন জেলা থেকে আগত এজেন্টগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এজেন্ট মিট, ঐতিহ্যবাহী পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশব্যাপী এজেন্ট পয়েন্টে কেক কাটার আয়োজন করা হয়। পাশাপাশি সামাজিক ও প্রিন্ট মিডিয়ায় গ্রাহক সম্পৃক্ততামূলক কার্যক্রম পরিচালিত হয়।
ব্যাংক এশিয়া ২০১৪ সালের ১৭ জানুয়ারি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ভবানীপুরে এজেন্ট আউটলেট চালুর মাধ্যমে দেশে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বর্তমানে এই সেবার আওতায় ৭৫ লাখ গ্রাহক অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে ৯২ শতাংশ গ্রামীণ জনগোষ্ঠী এবং ৬৪ শতাংশ নারী, যা দেশের আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154717