ইরান আলোচনার পথ হারিয়ে ফেলেছে: মোহাব্বালি

ইরান আলোচনার পথ হারিয়ে ফেলেছে: মোহাব্বালি

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিনিয়ত উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ দ্বারপ্রান্তে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সাবেক মহাপরিচালক কাসেম মোহাব্বালি।

তিনি সতর্ক করে দিয়ে বলেছেন,তেহরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের সম্ভাবনা আগের চেয়ে বেড়েছে। তেহরান   কার্যত আলোচনার পথ হারিয়ে ফেলেছে।

ইরানি সংবাদমাধ্যম এঘতেসাদনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাবেক এই কূটনৈতিক বলেছেন, বর্তমান পরিস্থিতি সংলাপের পরিবর্তে একটি বড় সংঘর্ষের দিকে ইঙ্গিত দিচ্ছে। এই মুহূর্তে, ইরান কার্যত আলোচনার সুযোগ হারিয়ে ফেলেছে।

মোহাব্বালি বলেন, যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে ইরান আলোচনার জন্য প্রস্তুত থাকলেও, তারা সমাধানের কথা বিবেচনা করতে পারে। কিন্তু তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলির মতো বিষয়গুলিতে আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, ওয়াশিংটন আঞ্চলিক জলসীমায় বিমানবাহী রণতরী মোতায়েনের দিকে ইঙ্গিত করে ‘গানবোট কূটনীতি’ হিসাবে বর্ণনা করার দিকে মনোনিবেশ করেছে।

মোহাব্বালি আরও বলেন, ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনাসহ রাজনৈতিক পদক্ষেপের জন্য প্রস্তুতির একটি আনুষ্ঠানিক সংকেত এখনও যুদ্ধ প্রতিরোধে সহায়তা করতে পারেও মনে করেন তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154715