বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ফিশিংবোট শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কে দ্রুতগামী অটোরিক্সা উল্টে আলী হোসেন (৪৮) নামের এক ফিশিং বোট শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পুকুরিয়া চাঁদপুর পুরাতন ঘাট এলাকার (পিএবি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন সেখেরখীল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আলিবলি পাড়ার আমির হামজার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী রামদাস পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই শরীফ হাসান বলেন, আলী হোসেন সকালে চট্টগ্রাম থেকে বাড়িতে ফেরার পথে পুকুরিয়া ইউপির পুরাতন ঘাট এলাকার সডকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই নুরুল কাদের বলেন, মঙ্গলবার সে চট্টগ্রাম শহরে কাজে যায়। বাড়িতে খবর পাঠায় সকালে ফিরবে। কিন্তু ফিরেছে লাশ হয়ে।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।