বিজেপি’র সর্বভারতীয় নতুন সভাপতি নিতিন নবীন
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি’র (বিজেপি) নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন নিতিন নবীন। মঙ্গলবার (২০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে দলটি। মাত্র ৪৫ বছর বয়সে বিজেপি’র শীর্ষ পদে আসীন হয়ে তিনি দলটির ইতিহাসে সর্বকনিষ্ঠ জাতীয় সভাপতি হলেন, যা দলীয় নেতৃত্বে একটি স্পষ্ট প্রজন্মগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
নয়াদিল্লিতে বিজেপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে নিতিন নবীন শপথ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদায়ী সভাপতি জেপি নাড্ডা, নিতিন গড়করি ও পীযূষ গোয়েলের মতো শীর্ষ নেতারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি ও বিদায়ী সভাপতি জেপি নাড্ডা নিতিন নবীনকে শুভেচ্ছা জানান।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে নিতিন নবীনকে বিজেপি’র কার্যনির্বাহী সভাপতি করা হয়। কয়েক সপ্তাহের অভ্যন্তরীণ আলোচনা শেষে তার পূর্ণ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দলটি আসন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনি চক্রের জন্য প্রস্তুতি নিচ্ছে। চলতি বছর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরালায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাওয়া আসামেও নির্বাচন আসন্ন। নিতিন নবীনের নেতৃত্ব এমন এক সময়ে এলো, যখন বিজেপি’র সাংগঠনিক কৌশল এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে সমন্বয় নিয়ে দলের ভেতরে বিস্তর আলোচনা চলছে। সাম্প্রতিক মাসগুলোতে তিনি বিভিন্ন রাজ্য সফর করে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং মাঠপর্যায়ে ধারাবাহিক কাজের ওপর জোর দেন। বিহারে লোকসভা নির্বাচনে বিজেপি’র শক্তিশালী পারফরম্যান্স তার অবস্থান আরও মজবুত করেছে।
তার বাবা ও প্রবীণ বিজেপি নেতা নবীন কিশোর সিনহার মৃত্যুর পর বিহারের প্রভাবশালী নেতা নিতিন নবীন রাজনীতিতে সক্রিয় হন ২০০৬ সালে। তিনি তখনকার পাটনা পশ্চিম বিধানসভা আসন থেকে নির্বাচনে জয়ী হন। এরপর থেকে বর্তমান বাঁকিপুর আসন থেকে টানা পাঁচবার নির্বাচিত হয়ে দলের ভেতরে ধীরে ধীরে শীর্ষ নেতৃত্বে উঠে আসেন। সূত্র : ইকোনমিক টাইমস
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154689