সিরিয়ার কারাগার থেকে পালিয়েছে ২০০ আইএস যোদ্ধা
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার পূর্বাঞ্চলীয় একটি কারাগার থেকে বিশৃঙ্খলার সুযোগে পালিয়ে গেছে ইসলামিক স্টেটের (আইএস) বন্দিরা। গত সোমবার হাসাকাহ প্রদেশের আল-শাদ্দাদি কারাগারে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) এবং সিরিয়ান সরকারের মধ্যে নিয়ন্ত্রণ হস্তান্তরের সময় সৃষ্ট বিশৃঙ্খলার সময় এ ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ও আঞ্চলিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে রোববার স্বাক্ষরিত একীভূতকরণ চুক্তির আওতায় এসডিএফ দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণে রাখা দুটি আরব সংখ্যাগরিষ্ঠ প্রদেশ থেকে সরে যেতে সম্মত হয়। চুক্তির অংশ হিসেবে আইএস বন্দিদের রাখা কারাগারগুলোর দায়িত্ব এসডিএফ থেকে সিরিয়ান সরকারের হাতে হস্তান্তরের কথা ছিল। দামেস্ক অভিযোগ করেছে, নিয়ন্ত্রণ হস্তান্তরের ক্ষেত্রে এসডিএফ ইচ্ছাকৃতভাবে দেরি করছিল। সিরিয়ার নেতা আহমেদ আল-শারা প্রকাশ্যে কুর্দি স্বায়ত্তশাসনের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে এসডিএফ নেতৃত্বকে বিলুপ্ত করার ইঙ্গিত দেন।মার্কিন কর্মকর্তারা জানান, যুদ্ধবিরতির আগে থেকেই যুক্তরাষ্ট্র সবচেয়ে বিপজ্জনক বিদেশি আইএস বন্দিদের আরো নিরাপদ কারাগারে স্থানান্তরে এসডিএফের সঙ্গে কাজ করছিল।
আইএস বন্দিদের স্থানান্তরের সময় এসডিএফ প্রহরীরা আল-শাদ্দাদি কারাগার ত্যাগ করলে স্থানীয় বাসিন্দারা প্রায় ২০০ আইএস বন্দিকে বের করে আনে। পরে তারা পালিয়ে যায়। এর আগে সেখানে প্রায় এক হাজার বন্দি থাকলেও ঘটনার সময় ২০০ জনই উপস্থিত ছিল। তবে জানা গেছে, পালিয়ে যাওয়া অধিকাংশই নিম্নস্তরের স্থানীয় যোদ্ধা। ঘটনার পর সোমবার সিরিয়ান সেনাবাহিনী শাদ্দাদি শহরে কারফিউ জারি করে এবং বাকি পলাতকদের ধরতে ব্যাপক অভিযান শুরু করে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154661