স্পেনে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, চালক নিহত

স্পেনে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, চালক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র তিন দিনের ব্যবধানে স্পেনে আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় বার্সেলোনায় একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনায় ট্রেনের চালক নিহত হন এবং ৩৭ জন যাত্রী আহত হন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।এর আগে গত রোববার দক্ষিণ স্পেনে আরও একটি ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হন।

স্থানীয় কর্মকর্তারা জানান, মঙ্গলবারের দুর্ঘটনায় ট্রেনটি রেললাইনের পাশে থাকা দেয়ালে ধাক্কা খায়। কাতালুনিয়া আঞ্চলিক ফায়ার ইন্সপেক্টর ক্লাউডি গালার্দো বলেন, ট্রেন থেকে সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। একজন যাত্রী দুর্ঘটনার সময় ট্রেনের ভেতরে আটকা পড়েছিলেন, যাকে পরে উদ্ধারকারীরা বের করতে সক্ষম হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর, ছয়জন কম আহত, আর ২৬ জন মাঝারি মাত্রার আঘাত পেয়েছেন।

দুর্ঘটনার পেছনে স্পেনের বিভিন্ন অঞ্চলে বিরূপ আবহাওয়া প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে। বার্সেলোনার একই সময়ে আরও একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এক রেল কর্মকর্তা জানান, ঝড়ের কারণে লাইনে পড়ে থাকা পাথরের সঙ্গে ট্রেনের সংঘর্ষে এটি লাইনচ্যুত হয়।

দেশটির উপকূলীয় এলাকা ও উত্তর-পূর্বাঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে, কিন্তু তাও পরপর দুটি বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে।

সূত্র: বিবিসি বাংলা

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154658