দিনাজপুর-১ আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৭৪৩ জন

দিনাজপুর-১ আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৭৪৩ জন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দুই উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-১ আসনের বীরগঞ্জ উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদ ও কাহারোল উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদ রয়েছে। উপজেলা দু’টির ১৭টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা নিয়ে গঠিত হয়েছে এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৭৪৩ জন।

দিনাজপুর জেলা নির্বাচন অফিসার মো. জিলহাজ উদ্দিন স্বাক্ষরিত পত্রের আলোকে দিনাজপুর-১ আসনের চূড়ান্ত ভোটার তালিকার তথ্য অনুযায়ী এ আসনের বীরগঞ্জ উপজেলায় ভোটকেন্দ্র ৮৫টি, স্থায়ী বুথ সংখ্যা ৪৮৩টি এবং অস্থায়ী বুথ সংখ্যা ৩৫টি। এই আসনে ১জন হিজড়াসহ পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৩৬২জন, নারী ভোটার সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৪৯০ জন। উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭৪ হাজার ৮৫৩ জন।

এছাড়াও কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে ৪৩টি ভোটকেন্দ্রে স্থায়ী বুথ সংখ্যা ২৫০টি এবং অস্থায়ী বুথ সংখ্যা ৮টি মোট ২৫৮টি বুথ রয়েছে। এই উপজেলায় ১জন হিজড়াসহ পুরুষ ভোটার ৬৮ হাজার ৪৬৯ জন এবং নারী ভোটার ৬৮ হাজার ৪২০ জন। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩৬ হাজার ৮৯০ জন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154639