ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিবিষয়ক ভোটের রিকশা উদ্বোধন

ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিবিষয়ক ভোটের রিকশা উদ্বোধন

রংপুর প্রতিনিধি: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিবিষয়ক ভোটের রিকশা উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় তথ্য অফিস চত্বরে বিভাগীয় তথ্য অফিসের পরিচালক ডক্টর মো: মোফাকখারুল ইকবাল প্রধান অতিথি হিসেবে এই প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন।

পরিচালক বলেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ গণতন্ত্রের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই গুরুত্বপূর্ণ সময়ে ভোটের রিকশা মানুষের দোরগোড়ায় গণতন্ত্রের বার্তা পৌঁছে দেবে। গণযোগাযোগ অধিদপ্তরের অন্যতম প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এই সড়ক প্রচারের উদ্যোগ শহর ও উপজেলা পর্যায়ে প্রতিটি মানুষের মাঝে নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোফাকখারুল ইকবাল বলেন, ভোট কেবল একটি অধিকার নয়, এটি নাগরিক দায়িত্ব ও গণতন্ত্রকে শক্তিশালী করার হাতিয়ার। এজন্য দেশকে সংস্কার, উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নেওয়ার জন্য আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রংপুর বিভাগীয় তথ্য অফিসের সহকারী পরিচালক মো: আলমগীর কবির, সহকারী তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমী, রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকা উপস্থিত ছিলেন। আটটি ভোটের রিকশা রংপুরের প্রতিটি উপজেলায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধি ও গণভোটে ‘হ্যাঁ’-তে ভোটাদানে ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালাবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154635