চাঁপাইনবাবগঞ্জে ৬টি ভারতীয় গরু ও ৪৪ বোতল মদ জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৬টি ভারতীয় গরু ও ৪৪ বোতল মদ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক চারটি অভিযানে ৬টি ভারতীয় গরু ও ৪৪ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি। বিজিবি জানায়, গতকাল সোমবার ভোর ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশেষ টহল দল  সীমান্তব্যাপী অভিযানগুলো পরিচালনা করে।

সদরের বাখের আলী বিওপির টহল দল সদরের নারায়াণপুর ইউনিয়নের সূর্যনারায়ণপুর সোনাদিয়াচর গ্রাম হতে ২টি গরু, সদরের জহুরপুরটেক বিওপি টহল দল সদরের সূর্যনারয়ণপুর সালাম মেম্বার পাড়া গ্রাম থেকে ২টি গরু ও তেকোনাপাড়া গ্রাম হতে ২টি গরু জব্দ করে। অপর দিকে শিবগঞ্জের ফতেপুর বিওপির টহলদল শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের কুকরিপাড়া গ্রাম হতে ৪৪ বোতল মদ জব্দ করে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, জব্দ মালামালের মূল্য প্রায় ১১ লাখ টাকা। জব্দ গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে ও মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। সাম্প্রতিক শীত মৌসুমে সীমান্তে বিজিবি নজরদারি বাড়িয়েছে বলেও জানান অধিনায়ক মুস্তাফিজ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154633