পঞ্চগড়ে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় পাথর বোঝাই ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে খৈইটালী বালা (৫২) ও এক অজ্ঞাতনামা নারীসহ ২জন ঘটনাস্থলে নিহত হয়েছে। দুই বছরের শিশু লাফিজসহ ৬ জন গুরুতর আহত হয়েছে।
আহতদের মধ্যে ৫ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও একজনকে রংপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার বোদা-দেবীগঞ্জ এশিয়ান হাইওয়ে পাকা সড়কে চন্দনবাড়ী বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত খৈইটালী বালার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের চেপ্টিপাড়া গ্রামে।
সে ওই গ্রামের ধীরেন্দ্রনাথ বর্মনের স্ত্রী। নিহত খোইটালী বর্মন দেবীগঞ্জের লক্ষীরহাট এলাকায় জামাইয়ের বাড়িতে দাওয়াত খেয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। অপর নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম মালিক সড়ক দুর্ঘটনায় ২জন নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন। এঘটনায় আইনগত ব্যবস্থাধীন রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154627