বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে তিশা বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে তিশা বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিশা বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই অনুমোদন ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কিট ও রুটি উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে এ জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নন্দীগ্রাম পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

তিশা বেকারিতে উৎপাদিত পণ্যের মোড়কে বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় মোবাইল কোর্টের প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সেনেটারি ইন্সপেক্টর জামিল উদ্দিন। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার জানান, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154615