বগুড়ার শেরপুরে জনতার কণ্ঠে, জনতার ইশতেহার অনুষ্ঠানে শিক্ষা ও উন্নয়ন পুনরুদ্ধারে একতাবদ্ধ হওয়ার ডাক

বগুড়ার শেরপুরে জনতার কণ্ঠে, জনতার ইশতেহার অনুষ্ঠানে শিক্ষা ও উন্নয়ন পুনরুদ্ধারে একতাবদ্ধ হওয়ার ডাক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এই স্লোগানকে সামনে রেখে আসিফ সিরাজ রব্বানী’র এক সামাজিক প্রচেষ্টায় বগুড়ার শেরপুরে ব্যতিক্রমী আলোচনা সভা জনতার কণ্ঠে, জনতার ইশতেহার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় শেরপুর পৌরশহরের শহীদ গাজীউর রহমান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য (বগুড়া-৫ ও ৬) গোলাম মো. সিরাজ।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম মো. সিরাজ বলেন, ২০০৬ সাল পর্যন্ত এদেশের শিক্ষার মান অত্যন্ত ভালো ছিল। কিন্তু গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মান এখন তলানিতে। তিনি আরও যোগ করেন, আমি শুধু ভোটের জন্য এখানে আসিনি।

জুলাই বিপ্লবের যোদ্ধাদের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিবর্তন ও তারুণ্যের চাওয়া পূরণ করাই আমার মূল লক্ষ্য। স্বাস্থ্য, শিক্ষা ও কৃষকের অধিকার নিশ্চিত করতে হলে আমাদের আগে নৈতিক পরিবর্তন আনতে হবে। নদী ভাঙ্গন রোধকল্পে টেকসই বাঁধ নির্মাণ করা হবে, একটি শক্তিশালী ‘ইসলামী ফাউন্ডেশন’ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন, যেখানে ইসলামের প্রকৃত নৈতিক প্রশিক্ষণ প্রদান ও খেলাধূলার জন্য ষ্টেডিয়াম নির্মাণ করা হবে। আমিনুল মজলিসের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তা ছিলেন ‘একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর-ধুনট’-এর আহ্বায়ক আসিফ সিরাজ রব্বানী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরডিএ বগুড়ার পরিচালক ড. আব্দুল মজিদ, বিশিষ্ট করপোরেট ব্যক্তিত্ব মেহবুব চৌধুরী, ডা. আমিরুল ইসলাম, সুইজারল্যান্ড দূতাবাসের প্রোগ্রাম ম্যানেজার ড. সৈয়দা জিনিয়া রশীদ এবং শেরউড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পরিচালক মো. শফিকুল ইসলাম (মিঠু)। তৃণমূলের কণ্ঠে সমস্যার বাস্তব চিত্র আলোচনা সভায় ‘জনতার কণ্ঠে’ উঠে আসে স্থানীয় মানুষের দীর্ঘদিনের নানা বঞ্চনার কথা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154606