পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধ করতে বাধার মুখে প্রশাসন
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে অনুমোদনহীন ইটভাটায় অভিযান পরিচালনা করতে শ্রমিক ও স্থানীয়দের বাধার মুখে পড়েছে প্রশাসন। এ সময় ইটভাটার শ্রমিকরা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান স্থগিত করে ফিরে যান প্রশাসনের কর্মকর্তারা। গতকাল সোমবার দুপুরে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের মৌমারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ একটি দল মৌমারীবাজার ও সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে অবস্থিত ইটভাটাগুলোতে অভিযান পরিচালনার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। অভিযানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের একাধিক ইটভাটার শ্রমিকেরা সড়কের ওপর অবস্থান নেন। এ সময় তারা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযান বন্ধের দাবি জানান।
শ্রমিক নেতা রবিউল ইসলাম বলেন, আমরা আমাদের রুটি-রুজির জন্য লড়ছি। প্রয়োজনে মার খেতেও রাজি আছি। যদি কারাবরণ করতে বলা হয়, স্বেচ্ছায় কারাবরণ করতে প্রস্তুত। বিক্ষোভ চলাকালে শ্রমিকদের সড়ক অবরোধের কারণে অভিযানে ব্যবহৃত প্রশাসনিক যানবাহন আটকে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
তবে দীর্ঘ সময় চেষ্টা করেও বিক্ষোভকারীদের সরিয়ে ইটভাটায় অভিযান পরিচালনা করা সম্ভব না হওয়ায় অভিযানে অংশ নেওয়া প্রশাসনের কর্মকর্তারা সাময়িকভাবে অভিযান স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন। এ বিষয়ে অভিযানে অংশ নেওয়া পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. ইমাম রাজী টুলু বলেন, আমরা ফিরে যাচ্ছি।
অভিযানে আরও অংশ নেন পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসিফ আলী ও মো: সোহেল রানা, পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী এবং দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মেহেদী হাসান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154600