মিরপুরে বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ

মিরপুরে বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ

রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বর্তমানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের মিরপুর বিভাগের ডিসি মইনুল হক সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

 

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জামায়াত নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ ঘটনায় উভয়পক্ষের ১০ থেকে ১৫ জন আহত হন। ঘটনাস্থলে এখনও উত্তপ্ত অবস্থা রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154593