কাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে
কাচের বাসনপত্র দেখতে যতটা সুন্দর, ব্যবহার করতে ততটাই সাবধানতা দরকার। একটু অসতর্ক হলেই বা হাত ফসকে পড়লেই মুহূর্তে ভেঙে যায় শখের গ্লাস কিংবা বাটি। কিন্তু আসল সমস্যা শুরু হয় ভাঙার পর গুঁড়া গুঁড়া কাচ পরিষ্কার করা। অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে হাতে কেটে যাওয়ার ভয় থাকে। বিশেষ করে ছোট ছোট কাচের টুকরা হলে ঝুঁকি আরও বেড়ে যায়। তবে কিছু সহজ উপায় জানলে নিরাপদেই পরিষ্কার করা সম্ভব।
আসুন জেনে নেওয়া যাক মেঝে থেকে কীভাবে ভাঙা কাচ পরিষ্কার করবেন-
১. পাউরুটি দিয়ে
ভাঙা কাচ পরিষ্কার করতে পাউরুটি বেশ কার্যকর। প্রথমে হাতে গ্লাভস পরুন, আর পায়ে জুতা থাকলে আরও ভালো। এরপর যেখানে কাচ ভেঙেছে, সেখানে এক টুকরো পাউরুটি চেপে ধরুন। দেখবেন, কাচের গুঁড়া পাউরুটির সঙ্গে আটকে যাচ্ছে। চাইলে পাউরুটিটা সামান্য ভিজিয়ে নিতে পারেন। ফ্ল্যাশলাইট বা টর্চ জ্বালিয়ে ভালো করে দেখে নিন কোথায় কোথায় কাচ ছড়িয়ে আছে। এরপর ধীরে ধীরে পাউরুটি দিয়ে তুলে ফেলুন। সবশেষে ভেজা কাপড় দিয়ে জায়গাটা ভালোভাবে মুছে নিন।
২. টিস্যু পেপার দিয়ে
ভাঙা কাচের ছোট টুকরা বা গুঁড়ো পরিষ্কার করতে টিস্যু পেপারও কাজে দেয়। কয়েকটি টিস্যু পেপার পানিতে ভিজিয়ে নিয়ে কাচের উপর আলতোভাবে বুলিয়ে নিন। ভেজা টিস্যুর সঙ্গে কাচের গুঁড়া আটকে যাবে। একবারে পুরোটা পরিষ্কার না হলে দুই-তিনবার একইভাবে করুন। চাইলে ফেশিয়াল টিস্যু বা ওয়েট টিস্যুও ব্যবহার করতে পারেন।
কাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে
৩. ডাবল টেপ ব্যবহার করে
ডাবল টেপ দিয়েও সহজে কাচ পরিষ্কার করা যায়। একটি স্টিলের গ্লাস বা বাটির নিচে কয়েক টুকরা ডাবল টেপ লাগান। এবার সেটি ভাঙা কাচের ওপর আলতোভাবে ঘষে নিন। দেখবেন, কাচের গুঁড়া টেপে আটকে যাচ্ছে। পরে টেপ খুলে ফেলে দিন। এই পদ্ধতিতে খুব ছোট কাচের কণাও সহজে পরিষ্কার হয়ে যায়।
সূত্র: দ্য স্প্রুস, গুড হাউজ কিপিং
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154574