টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিয়ার ম্যাচে টস জিতে রাজশাহী ওয়ারিয়র্সকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান। ফলে কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে রাজশাহী।
চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে রাজশাহী ওয়ারিয়র্স। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই কোয়ালিফায়ার নিশ্চিত করে তারা। ১০ ম্যাচের মধ্যেই আট জয়ে তাদের সংগ্রহ ছিল ১৬ পয়েন্ট। এদিকে টেবিলের দুই নম্বরে অবস্থান করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারা জিতেছে সাতটি ম্যাচে। আর অর্জন করে মোট ১৪ পয়েন্ট।
রাজশাহী ওয়ারিয়র্স একাদশ:
সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, জিমি নিশাম, আকবর আলি, রায়ান বার্ল, আব্দুল গাফফার সাকলাইন, হাসান মুরাদ, রিপন মণ্ডল ও বিনুরা ফার্নান্দো।
চট্টগ্রাম রয়্যালস একাদশ:
মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, মির্জা বেগ, হাসান নেওয়াজ, শেখ মেহেদী হাসান, আসিফ আলি, আমির জামাল, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও জাহিদুজ্জামান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154573