নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভজন চন্দ্র দাস (২৩) নামে এক যুবককে হত্যায় দায়ের করা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। আদালত পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) এর সত্যতা নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন আড়াইহাজারের দুপ্তারা এলাকার নারায়ণ বর্মনের ছেলে সজল বর্মন, একই এলাকার পাগল চান বর্মনের ছেলে সঞ্জিত বর্মন, ফতুল্লা নন্দলালপুর এলাকার আয়নাল হকের মেয়ে রুমা ও একই এলাকার কাদেরের মেয়ে রুমা। তবে রায় ঘোষণার সময়ে আসামীরা পলাতক ছিলো।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৩ এপ্রিল নরসিংদী মাধবদী এলাকার ফনি চন্দ্র দাসের ছেলে ভজন চন্দ্র দাসকে অপহরণ করে ২০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। পরে মুক্তিপণ দেওয়ার পরও ওই বছরের ১৬ এপ্রিল আসামীরা পূর্বপরিকল্পিতভাবে ভজন চন্দ্র দাসকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্য মাটির নিচে পুঁতে রাখে। পরে পুলিশ তদন্ত করে আসামীদের সনাক্ত করে। সেই সাথে ভজন চন্দ্র দাসের বাবা ফনি চন্দ্র দাস আড়াইহাজার থানায় মামলা দায়ের করে। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154572