পরীমণিকে আরও নতুনভাবে এক্সপ্লোর করার সুযোগ রয়েছে: চঞ্চল চৌধুরী

পরীমণিকে আরও নতুনভাবে এক্সপ্লোর করার সুযোগ রয়েছে: চঞ্চল চৌধুরী

ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় মুখ চঞ্চল চৌধুরী ও পরীমণি। একজনের অভিনয় দক্ষতায় মুগ্ধ দেশ-বিদেশ, অন্যজন গ্ল্যামার আর সাহসিকতায় মাতিয়ে রাখেন রূপালি পর্দা। সম্প্রতি এক অনুষ্ঠানে পরীমণিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন চঞ্চল চৌধুরী। 

চঞ্চল চৌধুরী পরীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, ‘স্ক্রিনে পরীর যে অ্যাপিয়ারেন্স, দর্শক তো তার চেহারায় প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যায়। এটা ওর বড় প্লাস পয়েন্ট। তবে শুধু সৌন্দর্য নয়, ওর যে অভিনয় দক্ষতা আছে, সেটাকেও নির্মাতাদের আরও বেশি কাজে লাগানো উচিত। আমার মনে হয় পরীমণিকে আরও নতুনভাবে এক্সপ্লোর করার সুযোগ রয়েছে।

তবে আলোচনার মোড় ঘোরে অন্যদিকে, যখন পরীমণি শেয়ার করেন তাদের পর্দার পেছনের কিছু মজার মুহূর্ত। হাস্যোজ্জ্বল পরী বলেন, ‘ভাইয়া (চঞ্চল চৌধুরী) পাশে থাকলে কী বলবো বুঝে পাই না।’

‘আজ লিফটে করে আসার সময় হাসাহাসি করতে করতে ভাইয়াকে বলছিলাম- ভাইয়া, একটা যুগ পার হয়ে গেল, আমাদের যখন একসঙ্গে কাজ হচ্ছে তখন আমরা বুড়ো হয়ে গেছি।’ পরীর এমন খুনসুটির জবাবে চঞ্চল চৌধুরী মজা করে নিজেকেই ‘বুড়ো’ হিসেবে দাবি করেন।

পরীমণির কথায়, ‘টিনএজ সময়টা তো আমরা সবাই পেছনে ফেলে এসেছি। মনের ভেতরে হয়তো এখনও টিনএজ ভাবটা আছে, কিন্তু বয়স তো আর থেমে থাকে না। হয়তো এই সময়টাতেই আমাদের একসঙ্গে কাজ হওয়ার কথা ছিল। আমি চাই আমাদের এই কাজটি অনেক ভালো হোক এবং দর্শক পছন্দ করুক।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154559