এমন রাজনৈতিক বন্দোবস্ত চাইনা যেখানে দেশ ছেড়ে পালাতে হয়: রেজওয়ানা হাসান

এমন রাজনৈতিক বন্দোবস্ত চাইনা যেখানে দেশ ছেড়ে পালাতে হয়: রেজওয়ানা হাসান

আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাইনা যেখানে দেশ ছেড়ে পালাতে হয় বলে মন্তব্য করেছেন তথ‍্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা  রেজওয়ানা হাসান।

আজ (২০ জানুয়ারি) সকালে সাভার রেডিও কলোনি মাঠে গণভোটের প্রচারে "ভোটের রিকশা "কর্মসূচির উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি জাতীয় স্বার্থে গণভোটে 'হ‍্যাঁ' ভোটের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরে বলেন, দেশে আর কোনদিন চার মিনিটের আইন আর চার মিনিটে সংবিধান সংশোধন হবে না যদি আপনারা হ‍্যাঁ ভোট দেন। এ সময় তিনি বলেন, যদি দেশ জিতে যায়, আমরা সকলে জিতে যাব। তাই ব‍্যক্তি ও রাজনৈতিক স্বার্থের উর্ধ্বে উঠে হ‍্যাঁ ভোট দিতে সকলকে আহ্বান জানান উপদেষ্টা । 

পরে তিনি আকাশে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ভোটের রিকশা কর্মসূচির শুভ উদ্ধোধন করেন। এ সময় তার সাথে মন্ত্রণালয়ের  অন‍্যান‍্য  কর্তাব‍্যক্তিরা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154551