ট্রাম্পের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠাচ্ছে ডেনমার্ক
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ দেওয়ার হুমকির মধ্যেই ভূখণ্ডটিতে আরও সেনা পাঠিয়েছে ডেনমার্ক। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রয়্যাল ডেনিশ সেনাবাহিনীর প্রধান পিটার বয়েসেন এবং সৈন্যদের একটি উল্লেখযোগ্য দল পশ্চিম গ্রিনল্যান্ডের কাঙ্গারলুসুয়াকে অবতরণ করে।
পাবলিক ব্রডকাস্টার টিভি ২ জানিয়েছে, ৫৮ জন ডেনিশ সেনা আর্কটিক অঞ্চলে অবতরণ করেছে এবং ‘অপারেশন আর্কটিক এন্ডুরেন্স’ নামে চলমান বহুজাতিক সামরিক মহড়ায় অংশগ্রহণের জন্য, আগে পাঠানো প্রায় ৬০ জন সেনার সাথে যোগ দিয়েছে। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ডেনিশ সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে সাড়া দেয়নি।
ট্রাম্প বিশাল, খনিজ সমৃদ্ধ আর্কটিক অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার জন্য সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দিতে অস্বীকৃতি জানানোর কয়েক ঘন্টা পরেই এই মোতায়েনের ঘটনা ঘটে, যা মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটনের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেন। এদিকে, ডেনমার্ক গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো নিয়ে প্রকাশ্যেই কথা বলেছে যদিও বারবার দাবি করেছে, এই অঞ্চলটি বিক্রির জন্য নয় এবং জোর করে দ্বীপটি দখলের যেকোনো পদক্ষেপ ন্যাটোর সমাপ্তি ডেকে আনবে।
গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে আনার ট্রাম্পের জেদ, মার্কিন-ইউরোপীয় সম্পর্ককে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে দিয়েছে এবং ন্যাটোর ভবিষ্যত নিয়ে আশঙ্কা তৈরি করেছে, যার ৩২ সদস্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ডেনমার্ক উভয়ই আছে। এদিকে, ন্যাটো মহাসচিব মার্ক রুট সোমবার ডেনিশ প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পলসেন এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোটজফেল্ডের সাথে দেখা করেছেন। ডেনিশ ভূখণ্ডে একটি যৌথ ন্যাটো মিশন প্রতিষ্ঠাসহ আর্কটিক নিরাপত্তা বৃদ্ধির প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করতে। সূত্র : আল জাজিরা
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154529