বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ী নিহত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় পবিত্র (৩৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শালফা ভস্তা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার আরও এক যাত্রী আহত হয়েছেন। নিহত পবিত্র ধুনট উপজেলার মালিপাড়া এলাকার মৃত জীতেন চন্দ্রের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পবিত্র প্রতিদিনের মতো ধুনট থেকে শেরপুর মাছের আড়তে মাছ কিনতে আসার সময় আজ সকালে সালফা ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক সিএনজিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাছ ব্যবসায়ী জিল্লুর রহমান জানান, পবিত্র প্রতিদিন সকালে আমাদের আড়তে এসে মাছ কিনে নিয়ে ধুনটে বিক্রি করতো। আজ কুয়াশার কারণে ট্রাকটি দেখা যায়নি, মুহূর্তেই সব শেষ হয়ে গেল।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত অন্য যাত্রীকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে, ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154522