বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

করতোয়া ডেস্ক: বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সোমবার বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানান- এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব),

বগুড়া চ্যাপ্টার: দিবসটি উপলক্ষে দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসা, চকঝপু জিগাতলা, সাবগ্রামে, দিনব্যাপী ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যা¤প, চারা বিতরণ, ডিম খাওয়ানো ও দোয়া মাহফিল এবং সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয় শাজাহানপুরে ফ্রি চক্ষুশিবির অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রায় ৫শ’ কৃষকের প্রায় দুই হাজার গবাদিপশুকে ফ্রি ভ্যাকসিনেশন, কৃষিনাশক ট্যাবলেটসহ অন্যান্য ওষুধ ও ফলের চারা বিতরণ করা হয়। কৃষিবিদ ড. মাহমুদুল হাসান সুজার সঞ্চালনায় এবং কৃষিবিদ একেএম ফজলুল করিম রাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনএপি’র সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন- বগুড়া সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল ও সাবগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি সালেহ উদ্দীন নয়ন।

১১নং ওয়ার্ড বিএনপি: এ উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ মাগরিব বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মালতিনগর এলাহী মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহ্ফিলের পূর্বে তার কর্মময় জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, শহর বিএনপি’র সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, শহর যুবদলের সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ, কবিরুল ইসলাম কবির, মোজাফ্ফর রহমান।

ধুনট (বগুড়া): উপজেলা ও পৌর এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ যোহর ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ একেএম তৌহিদুল আলম মামুন।

এসময় উপস্থিত ছিলেন- ধুনট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, আপেল মাহমুদ, মুনজিল হোসেন, আকতার আলম সেলিম, আমিনুল ইসলাম, মোশারফ হোসেন, কবির হোসেন, ওসমান গণি, আব্দুর রাজ্জাক, ফজল-এÑখুদা তুহিন, মহসীন আলী, আব্দুস সালাম, আইয়ুব আলী, জিএম সম্রাট প্রমুখ।

শাজাহানপুর (বগুড়া): সকালে উপজেলা বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, সহ-সভাপতি মুঞ্জুর কাদের মন্টু, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ ছোটন, উপজেলা শ্রমিক দল সভাপতি আব্দুস সোবহান পুটু, মহিলাদলের সভানেত্রী কোহিনুর আক্তার। আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম, ইদ্রিস আলী সাকিদার, মঞ্জুর কাদের মণ্টু, বাদশা আলম, আবুল বাশার, নাসির উদ্দিন প্রমুখ। শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অপরদিকে এদিন বিকেলে উপজেলার গোহাইল ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা। গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোরশেদ মিল্টন।

বিশেষ আলোচকের বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি।

উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ ছোটনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলী হায়দার তোতা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, যুবদল নেতা সোহেল আরমান রাজু, জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক সভাপতি আজাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র প্রমুখ।

দুপচাঁচিয়া (বগুড়া): উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আয়োজনে এ উপলক্ষে সকালে সিও অফিস বাস স্ট্যান্ড সংলগ্ন অস্থায়ী দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বিকেলে হাসপাতাল জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হামিদ, মেশকাতুর রহমান, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, হাবিবুর রহমান সাকি, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, আব্দুস সবুর খন্দকার রাকিব, নাঈম কবিরাজ, রকিবুল হাসান সানি, পৌর যুবদল নেতা মোবাইদুল নবী তিতাস, ওয়ালিউল ইসলাম পুটু, মেহেদী হাসান, মকলেছার রহমান বাবু, আব্দুর রাজ্জাক প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের ঈমাম মাওলানা শাহাদত হোসেন।

গাবতলী (বগুড়া): উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোরশেদ মিলটন। উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টুকুর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর আনিছুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

আরও উপস্থিত ছিলেন মফিদুল ইসলাম, জুলফিকার হায়দার গামা, মকবুল হোসেন, মমিনুল হক মমিন ও শাহাদত হোসেন খান সাগর, মুঞ্জুর মোরশেদ, ফজলে রাব্বি মন্ডল ফিরোজ, সুরাইয়া জেরিন রনি, সাজেদুর রহমান সুজন, আব্দুল গফুর টুকু, আক্তারুজ্জামান লিটন, মোরশেদ আলামিন লিমন, এম আর ইসলাম রাখু, ইসকেন্দার আলী ময়না প্রমুখ।

শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াসহ আরাফাত রহমান কোকো'র রুহের মাগফিরাত কামনা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে জিয়া পরিবারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অপরদিকে নশিপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে বাগবাড়ী জিয়া বাড়িতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

সকাল সাড়ে ৬টায় দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিকে পুস্পমাল্য অর্পণ, সকাল থেকে বিকেল পর্যন্ত পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়। বিকেলে জিয়া বাড়িতে স্থানীয় বিএনপি’র আয়োজনে জিয়া পরিবারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154500