রংপুরের বদরগঞ্জে জোরপূর্বক বাড়ির নিরাপত্তা প্রাচীর ভেঙে দেয়ার অভিযোগ

রংপুরের বদরগঞ্জে জোরপূর্বক বাড়ির নিরাপত্তা প্রাচীর ভেঙে দেয়ার অভিযোগ

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে জোরপূর্বক একটি বসতবাড়ির নিরাপত্তা প্রাচীর ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন অনুমতি ছাড়াই বাড়ির নিরাপত্তা প্রাচীর ভেঙে ফেলেছে বলে দাবি ভুক্তভোগীর। গতকাল রোববার উপজেলার দামোদরপুর ইউনিয়নের মাদারীপাড়ায় ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে বসবাস করে আসছেন আমজাদ। কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিবেশী মোফাজ্জল হোসেন ও তার দুই ছেলে পেশিশক্তির জোরে ওই জমি দখলের অপচেষ্টা করছেন। এ অবস্থায় আমজাদ হোসেন বাড়ির নিরাপত্তা প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে ওইদিন মোফাজ্জল হোসেন ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে এবং প্রাচীরের একটি অংশ ভেঙে ফেলে।

এঘটনায় আমজাদ হোসেন তিনজনের নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। এরা হলেন- মোফাজ্জল হোসেন ও তার দু’ ছেলে সাজ্জাদ হোসেন (৩৮) ও মিন্টু মিয়া (৩৫)। এবিষয়ে জানতে মোফাজ্জল হোসেনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154494