শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনে বগুড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে এবং তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করেছেন বগুড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঢাকায় জাতীয় সংসদ ভবনের পাশে জিয়া উদ্যানে বগুড়া প্রেস ক্লাবের আয়োজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহসভাপতি রাহাত আহমেদ রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, মির্জা সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক জাফর আহমেদ মিলন, নির্বাহী সদস্য মহসিন আলী রাজু, জহুরুল ইসলাম, শামীম আহমেদ, হারুনুর উর রশিদ তালুকদার, বগুড়া ফটো জালালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, বগুড়া প্রেস ক্লাবের সদস্য আল আমিন, রাশেদুল ইসলাম।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154485