বগুড়ার সারিয়াকান্দি থানার বিশেষ অভিযানে মাদককারবারিসহ গ্রেফতার ২৫
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দি থানার বিশেষ অভিযানে মাদককারবারিসহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। এসময় মাদককারবারিদের কাছ থেকে ১৪২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩৫ গ্রাম গাঁজা, ১২ লিটার চোলাইমদ, ৫ বোতল ফেন্সিডিল, দু’টি মোটরসাইকেল ও একটি চাকু উদ্ধার করা হয়।
জানা গেছে, বগুড়া জেলা পুলিশের সহায়তায় গতকাল রোববার বিশেষ অভিযানে ১৭ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের আয়নাল মন্ডলের ছেলে নুর ইসলাম (২৬), ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেলসহ ফুলবাড়ী ইউনিয়নের আমতলী দক্ষিণপাড়া গ্রামের মামুনুর রশিদ বাবুর ছেলে মুরাদ হাসান (২৪), সদর ইউনিয়নের পারতিতপরল গ্রামের মৃত শামসুল আলমের ছেলে তন্ময় ইসলাম (২৭) ও আফছার আলীর ছেলে মুরাদ জামান (২৬), ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ফুলবাড়ী ইউনিয়নের রামনগর কফিল মন্ডলের ছেলে শয়ন মন্ডল (২৩), ৫০ গ্রাম গাঁজাসহ নারচী ইউনিয়নের হরিণা মাঝবাড়ী গ্রামের রহিম চাঁনের ছেলে বিটুল প্রামানিক (৩৪), ২৪ গ্রাম গাঁজাসহ সদর ইউনিয়নের দিঘলকান্দি মধ্যপাড়া গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে এমদাদুল ইসলাম (২১) ও বেলাল মন্ডলের ছেলে বাবু মিয়া (২৫), ৫ বোতল ফেন্সিডিলসহ পৌর এলাকার নিজবাটিয়া ভবানন্দন সাহার ছেলে জিকো কুমার সাহা (৩৭), ৬৫ গ্রাম গাঁজাসহ নারচী ইউনিয়নের কুপতলা সাহাপাড়া তবিবুর রহমানের ছেলে জাকিরুল ইসলাম ওরফে লিটন (৪২) ও রামনগর গ্রামের মৃত মজনু প্রামাণিকের ছেলে জিয়ারুল ইসলাম (৩০), ১২ লিটার অবৈধ মাদকদ্রব্য চোলাইমদসহ ফুলবাড়ী ইউনিয়নের কাটাখালি মধ্যপাড়া গ্রামের ইংরেজ আলীর ছেলে নাছিম মিয়া (২৫), ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পৌর এলাকার বাড়ইপাড়া নতিফুল শরিফ ডলারের ছেলে নিলয় ইসলাম সৈকত (২০) ও ফকির মন্ডলের ছেলে সাইফুল ইসলাম শাওন (২২) এবং ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা নতুনপাড়া মৃত জহুরুল ইসলামের ছেলে ওয়াজেদ হোসেন (৪১), চাকুসহ নিয়মিত মামলার আসামি হাসমতকে (৩৪) গ্রেফতার করা হয়েছে। এছাড়া একই দিনে মালায় অভিযুক্ত আসামি মানিক মিয়া (৪৫), আসামি আলী হোসেন, আসামি শাহিনুর (২৮), আসামি মনিরা বেগম, রানা মন্ডল, জয়নাল মন্ডল, হাসিনা বেগম, সরান ও কল্পনা বেগমকে গ্রেফতার করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে। উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি-ছিনতাইসহ সকল অপরাধের বিরুদ্ধে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রাখা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154484