কুড়িগ্রামের রাজারহাটে গাছ থেকে পড়ে বৃদ্ধ নিহত
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার উমরমজিদ ইউনিয়নের জয়দেব মালসা বাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৫৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ বাড়ির পাশে ইউক্লিপটাস গাছে উঠে ডাল কাটার সময় হঠাৎ পা পিছলে তিনি নিচে পড়ে যান।
এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তিনি মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154482