রংপুরের গঙ্গাচড়ায় যৌথ অভিযানে ৮৮৫ বোতল মাদকসহ কাভার্ডভ্যান জব্দ

রংপুরের গঙ্গাচড়ায় যৌথ অভিযানে ৮৮৫ বোতল মাদকসহ কাভার্ডভ্যান জব্দ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও গঙ্গাচড়া থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্যসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এসময় ফেনসিডিল, এস্কাপ ও ফেয়ার ডিলসহ মোট ৮৮৫ বোতল মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার (১৯ জানুয়ারি) ভোর ৪ টায় লালমনিরহাট জেলা ডিবি পুলিশের একটি টহলদল কাকিনা এলাকায় টহল দেওয়ার সময় সীমান্ত এলাকা থেকে আসা একটি কাভার্ডভ্যান থামার সংকেত দেয়। তবে চালক পুলিশি সংকেত অমান্য করে দ্রুত কাকিনা-রংপুর সড়ক ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে সন্দেহ হলে ডিবি পুলিশ ভ্যানটিকে ধাওয়া করে।

একপর্যায়ে কাভার্ডভ্যানটি রংপুর জেলার গঙ্গাচড়া থানা এলাকায় প্রবেশ করলে বিষয়টি গঙ্গাচড়া থানা পুলিশকে অবহিত করা হয়। পরে গঙ্গাচড়া থানা পুলিশ মহিপুর তিস্তা সেতু এলাকায় অবস্থান নেয়। সেখানে লালমনিরহাট জেলা ডিবি পুলিশ ও গঙ্গাচড়া থানা পুলিশের যৌথ অভিযানে কাভার্ডভ্যানটি আটক করা হয়। এসময় চালক পরিস্থিতি বেগতিক দেখে ভ্যানটি রেখে পালিয়ে যায়।

আটককৃত কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল, এস্কাপ ও ফেয়ার ডিলসহ ৮৮৫ বোতল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সাথে মাদক বহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুর ও লালমনিরহাট জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

এবিষয়ে রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, লালমনিরহাট জেলা ডিবি পুলিশ ও গঙ্গাচড়া থানা পুলিশের যৌথ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এঘটনায় লালমনিরহাট জেলা পুলিশ গঙ্গাচড়া থানায় মামলা দায়ের করবে। উদ্ধারকৃত মাদকের উৎস এবং জড়িত চক্রকে শনাক্ত করতে মোবাইল ফোন ও কাভার্ডভ্যানের নম্বরের সূত্র ধরে তদন্ত চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154477