দৈনিক করতোয়া লোগো

প্রকাশের তারিখ: ১৯ জানুয়ারি ২০২৬

সব ছেড়ে অন্তরালে যাবার ইঙ্গিত নেহা কক্করের

সব ছেড়ে অন্তরালে যাবার ইঙ্গিত নেহা কক্করের

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর।

আজ সোমবার (১৯ জানুয়ারি) ইনস্টাগ্রামে কয়েকটি রহস্যময় স্টোরি শেয়ার করে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন তিনি। তিনি জানান, ব্যক্তিগত ও পেশাগত জীবন থেকে কিছু দিনের জন্য সরে যাচ্ছেন। এমনকি তিনি আদৌ ফিরবেন কিনা, সে বিষয়েও অনিশ্চয়তার কথা উল্লেখ করেন এই শিল্পী। তবে পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেগুলো মুছে ফেলেন নেহা!

প্রথম স্টোরিতে নেহা লেখেন, ‘দায়িত্ব, সম্পর্ক, কাজসহ এখন যা কিছু মাথায় আসছে, সবকিছু থেকে বিরতি নেওয়ার সময় এসেছে। আমি ফিরব কি না, জানি না। ধন্যবাদ।

পরের স্টোরিতে পাপারাজ্জি ও ভক্তদের উদ্দেশে অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ‘আমি পাপারাজ্জি ও ভক্তদের অনুরোধ করছি, আমাকে যেন ভিডিও না করা হয়। দয়া করে আমার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাকে এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে দিন। কোনো ক্যামেরা নয়, প্লিজ! শান্তির জন্য এটুকুই আমি আপনাদের কাছে চাই।

কেন এমন আবেগঘন পোস্ট দিয়েছিলেন নেহা-তা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। অনেকের ধারণা, সম্প্রতি তার নতুন গান ‘ক্যান্ডি শপ’ নিয়ে হওয়া অনলাইন ট্রোলিং থেকেই এই মানসিক চাপের সৃষ্টি হতে পারে।

১৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ক্যান্ডি শপ’ গানে নেহার সঙ্গে ছিলেন তার ভাই টনি কক্কর। গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অনেকেই গানটিকে ‘ক্রিঞ্জ’, ‘অশ্লীল’ এবং আন্তর্জাতিক পপ- বিশেষ করে কে-পপ স্টাইল নকল করার ব্যর্থ চেষ্টা বলে কটাক্ষ করেন।

এটাই প্রথম নয়। ২০২৫ সালের শুরুতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি কনসার্টে দেরিতে পৌঁছানোর পর মঞ্চেই কান্নায় ভেঙে পড়েন নেহা কক্কর। দর্শকদের দুয়োধ্বনির মুখে পড়লে তিনি পরিস্থিতি সামলাতে পারেননি। যদিও পরে আয়োজকদের দায়ী করেছিলেন তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154476