মুন্সীগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় এক নারী ও তার আট বছরের মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে এ ঘটনা ঘটে বলে সিরাজদীখান থানার ওসি মো. আব্দুল হান্নান জানান।

নিহতরা হলেন- নুরুজ্জামান সরকার বাড়ির ভাড়াটিয়া মিজান মিয়ার স্ত্রী ৩২ বছর বয়সী আমেনা বেগম ও তার মেয়ে মরিয়ম।

পুলিশ ও স্থানীয়রা বলছে, চার মাস আগে আমেনা ও তার পরিবার ওই এলাকায় বাসা ভাড়া নেন। দরজা লাগানো দেখে বেলা ১২টার দিকে স্থানীয়রা বাসায় গিয়ে ডাকাডাকি করেন।

সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে মা ও মেয়ের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

ওসি মো. আব্দুল হান্নান বলেন, “এর সঙ্গে কারা জড়িত, তা এখনই বলা যাচ্ছে না। রাতের যে কোনো সময় এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে পারিবারিক কলহ বা পরকীয়ার কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়েছে তিনি বলেন, “ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। তাকে খোঁজা হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154431