বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে জট খোলেনি, কপাল খুলতে পারে যে দলের

বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে জট খোলেনি, কপাল খুলতে পারে যে দলের

স্পোর্টস ডেস্ক : কয়েক দফা আলোচনার পরও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে কোন সিদ্ধান্তে আসা যায়নি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী ২১ জানুয়ারির মধ্যে। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, শনিবার ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই সময়সীমার কথা জানিয়ে দিয়েছে।

গত এক সপ্তাহের মধ্যে এটি ছিল আইসিসি ও বিসিবি’র দ্বিতীয় বৈঠক। আলোচনায় বিসিবি আবারও জানিয়েছে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আগ্রহী, তবে ভারতের বাইরে। সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কাকেই বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব দিয়েছে বিসিবি। ভারতের মাটিতে খেলতে গিয়ে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কার কথা তুলে ধরলেও আইসিসি তাদের নির্ধারিত সূচি বদলাতে রাজি হয়নি। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-তে।

এই অচলাবস্থা প্রায় তিন সপ্তাহ ধরে চলেছে। ৪ জানুয়ারি প্রথমবার আইসিসিকে নিজেদের উদ্বেগের কথা জানায় বিসিবি। সূচি অনুযায়ী, উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ। পরের দুটি ম্যাচও একই ভেন্যুতে, এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা মুম্বাইয়ে। শনিবারের আলোচনায় আইসিসি বিসিবি’র আরেকটি প্রস্তাবও নাকচ করে দেয়। বিসিবি চেয়েছিল গ্রুপ ‘বি’-তে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদল করতে, যাতে বাংলাদেশ শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে পারে। তবে আইসিসি এতে সম্মত হয়নি। বরং তারা বিসিবিকে আশ্বস্ত করেছে যে, বাংলাদেশ দলের জন্য ভারতে কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই।

আইসিসি-বিসিবি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিসিবি’র চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে আইসিসি। যদি বিসিবি ভারত সফরে বাংলাদেশ দল পাঠাতে অস্বীকৃতি জানায়, তাহলে বিকল্প দল ঘোষণা করতে পারে আইসিসি। বর্তমান র‌্যাংকিং অনুযায়ী সেক্ষেত্রে স্কটল্যান্ড সুযোগ পেতে পারে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154404