জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষকের বাড়িতে অগ্নিকান্ড
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে স্কুল শিক্ষকের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার উপজেলার কানুপুর গ্রামের মীরপাড়ায় শিক্ষক স্বপন হোসেনের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রতিবেশিরা জানান অগ্নিকান্ডের সময় ওই বাড়ির মালিক না থাকায় ঘরের মধ্যে হতে আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা।
এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে ওই বাড়ির সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার আব্দুল কাদের জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ হতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বাড়ির মালিক শিক্ষক স্বপন হোসেন বলেন সন্ধার পরে আমরা স্বশুর বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম। খবর পেয়ে আমরা বাড়িতে এসে দেখি সব কিছুই পুড়ে গেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154383