গাইবান্ধার সাঘাটায় ভোটকেন্দ্রের সিসিটিভি চুরি

গাইবান্ধার সাঘাটায় ভোটকেন্দ্রের সিসিটিভি চুরি

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপনকৃত সিসিটিভি ক্যামেরা চুরির অভিযোগ উঠেছে গাইবান্ধার সাঘাটা উপজেলায়। গত বৃহস্পতিবার উপজেলার ভরতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনটি সিসিটিভি ক্যামেরা চুরি হয়েছে। এ ঘটনায় নৈশপ্রহরীর দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, গত ১৩ জানুয়ারি বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চারটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে স্থাপনের দুই দিনের মাথায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার মধ্যে তিনটি ক্যামেরা চুরি হয়ে যায়।

বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির সময় নির্ধারণ করা হয়েছে। ফুটেজে অজ্ঞাত দুই ব্যক্তিকে সরাসরি চুরির ঘটনায় জড়িত থাকতে দেখা যায় বলে বিদ্যালয় সূত্র নিশ্চিত করেছে। তবে এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। জানা যায়, ঘটনার রাতে বিদ্যালয়ের নৈশ প্রহরী পাহারার দায়িত্ব পালন করেননি।

এ বিষয়ে অভিযুক্ত কর্মচারী বলেন, ঘটনার দিন আমি রাত সাড়ে ১০টায় বিদ্যালয় থেকে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুল চন্দ্র সাঘাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, চুরির ঘটনায় মামলা রুজু হয়েছে।

আসামিরা এখনো অজ্ঞাত। তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবির বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154363