রোজার প্রোফাইল থেকে মুছে গেল তাহসানের সব স্মৃতি ,সরালেন খান পদবী

রোজার প্রোফাইল থেকে মুছে গেল তাহসানের সব স্মৃতি ,সরালেন খান পদবী
ঠিক এক বছর আগে বিয়ের পিঁড়িতে বসে ভক্তদের চমকে দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদের সঙ্গে তার সেই বিয়ের খবর তখন বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রে ছিল।
 
তবে নতুন জীবনের সেই উচ্ছ্বাস বেশিদিন স্থায়ী হয়নি। সম্প্রতি তাহসান নিজেই নিশ্চিত করেছেন, তিনি আর রোজা আহমেদের সঙ্গে একসঙ্গে নেই। বর্তমানে তারা আলাদা থাকছেন।
 
এই খবরে ভক্তদের মধ্যে হতাশা তৈরি হলেও অনেকেই আশা করেছিলেন, মান-অভিমান কাটিয়ে হয়তো আবার এক হবেন তারা। সেই আশার পেছনে একটি কারণ ছিল রোজার ইনস্টাগ্রাম প্রোফাইল। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেও সেখানে দেখা যাচ্ছিল তাহসানের সঙ্গে কাটানো নানা স্মৃতির ছবি এবং নিজের নামের পাশে যুক্ত থাকা ‘খান’ পদবি।
 
তবে এবার সেই সব জল্পনার অবসান ঘটালেন রোজা নিজেই। সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, তাহসানের সঙ্গে তোলা সব ছবি ও স্মৃতি তিনি মুছে ফেলেছেন। পাশাপাশি নিজের নামের সঙ্গে যুক্ত করা ‘খান’ পদবিটিও সরিয়ে নিয়েছেন।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান খান। পেশায় একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট রোজা। বিয়ের পর শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয় বলে জানা গেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154344