আন্ডারগ্রাজুয়েট কনফারেন্স অন ইন্টেলিজেন্ট অ্যান্ড কম্পিউটিং সিস্টেমস

আন্ডারগ্রাজুয়েট কনফারেন্স অন ইন্টেলিজেন্ট অ্যান্ড কম্পিউটিং সিস্টেমস
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ (আন্ডারগ্রাজুয়েট কনফারেন্স অন ইন্টেলিজেন্ট অ্যান্ড কম্পিউটিং সিস্টেমস) শুরু হয়েছে।
 
১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিন আজ। আজ সকাল ৯টা ৩০ মিনিটে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শহীদ সাকিব আনজুম চত্বরে সম্মেলনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউসিআইসিএস ২০২৬ কনফারেন্স চেয়ার প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। এ সময় সম্মানিত অতিথিবৃন্দ, কনফারেন্সের কীনোট স্পিকারবৃন্দ, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ইউসিআইসিএস ২০২৬-এর টেকনিক্যাল সেশন কমিটির চেয়ার এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীম আহমদ।
 

উদ্বোধনী অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য প্রফেসর এম. সোহেল রহমান।
সম্মেলনের সভাপতির বক্তব্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউসিআইসিএস ২০২৬ কনফারেন্স চেয়ার প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ইউসিআইসিএস ২০২৬ সম্মেলনটি কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি ও ইন্টেলিজেন্ট কম্পিউটিং সিস্টেমের অগ্রগতিতে গবেষক, শিক্ষাবিদ ও শিল্পখাতের বিশেষজ্ঞদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। তিনি আরও বলেন, বিদেশি গবেষক ও কীনোট স্পিকারদের অংশগ্রহণের মাধ্যমে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীরা আন্তর্জাতিক গবেষণা পরিবেশের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে, যা গবেষণামুখী দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়ক হবে।

প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস. এম. আব্দুর রাজ্জাক।
 
দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের খ্যাতনামা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কীনোট স্পিকার হিসেবে অংশগ্রহণ করছেন। কীনোট স্পিকারদের মধ্যে রয়েছেন টোকিও কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাপান-এর অধ্যাপক ড. তোশিহিসা তানাকা; নর্থ ক্যারোলাইনা এ অ্যান্ড টি স্টেট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র-এর কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. কৌশিক রায়; কিং মংকুটস প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থনবুরি, থাইল্যান্ড-এর অধ্যাপক ড. কোসিন চামনংথাই; চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া-এর কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্বাস্থ্য প্রযুক্তি কর্মসূচির প্রধান ও গবেষক ড. মোহাম্মদ আলী মনি; গ্লাসগো বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য-এর জেমস ওয়াট স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর সহযোগী অধ্যাপক ড. ফয়সাল তারিক; টোকিও বিশ্ববিদ্যালয়, জাপান-এর এমেরিটাস অধ্যাপক ড. কেইকিচি হিরোসে এবং কিউশু প্রযুক্তি ইনস্টিটিউট, জাপান-এর অধ্যাপক এডমান্ড সোজি ওতাবে।
 
কীনোট স্পিকারগণ সম্মেলনের বিভিন্ন টেকনিক্যাল সেশন–এ কৃত্রিম বুদ্ধিমত্তা ও যন্ত্র শিক্ষণ, বায়োইনফরমেটিক্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, তথ্য বিজ্ঞান ও বৃহৎ তথ্য বিশ্লেষণ, সংকেত, চিত্র ও ভিডিও প্রক্রিয়াকরণ, এমবেডেড সিস্টেম ও ইন্টারনেট অব থিংস, কম্পিউটার নেটওয়ার্ক ও বিতরণকৃত ব্যবস্থা, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার প্রকৌশল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ, ডিজিটাল স্বাস্থ্যসেবা এবং জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে গবেষণা ও আলোচনা উপস্থাপন করছেন।
 

এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠান থেকে ইন্ডাস্ট্রিয়াল স্পিকাররা অংশগ্রহণ করছেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ব্লু ক্রস ব্লু শিল্ড অব মিশিগান, এএমসিএ ইন্টারন্যাশনাল, আইবিএম, উইডেভস, অ্যামাজন, গুগল এবং ইন্টেল কর্পোরেশন। এসব প্রতিষ্ঠান থেকে আগত বিশেষজ্ঞরা সরাসরি এবং অনলাইনে যুক্ত হয়ে তথ্যপ্রযুক্তি, সফটওয়্যার প্রকৌশল, নেটওয়ার্কিং ও আধুনিক প্রযুক্তি বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা প্রদান করছেন।

এছাড়াও এই আন্তর্জাতিক সম্মেলনের অংশ হিসেবে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)–এর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হবে, যেখানে ভবিষ্যৎ প্রযুক্তি, শিক্ষা ও বৈশ্বিক উদ্ভাবন নিয়ে আলোচনা করা হবে।
 

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৩০০ জন আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থী এই আন্তর্জাতিক সম্মেলনের বিভিন্ন টেকনিক্যাল সেশন ও আলোচনা পর্বে অংশগ্রহণ করছেন। এই সম্মেলনের মাধ্যমে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীরা আন্তর্জাতিক গবেষক ও কীনোট স্পিকারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও গবেষণাভিত্তিক আলোচনায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন, যা তাদের গবেষণামুখী দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ গবেষণায় আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154323