নোয়াখালীকে হারাল রংপুর
স্পোর্টস ডেস্ক: রংপুর রাইডার্সের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রান। মেহেদি হাসান রানার করা ওভারের প্রথম তিন বলে ৩ রান নেন লিটন-খুশদিল জুটি। চতুর্থ বলে বড় শট খেলতে গিয়ে অনেকটাই উপরে তুলে দেন লিটন, তবে ফাঁকা জায়গায় পড়ায় ২ রান পেয়ে যেন। ২ বলে যখন এক রান দরকার, তখন ওয়াইড করেন রানা। ফলে ২ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে রংপুর।
মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান করে নোয়াখালী এক্সপ্রেস। দলের হয়ে অপরাজিত ১০৭ রান করেন হাসান ইসাখিল। জবাবে ১৯ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। ৬৩ বলে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154307