দল থেকে সকাল-বিকাল ফোন করে বলছে মন্ত্রিত্ব দেব: ব্যারিস্টার রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘এখন দল থেকে সকাল-বিকেল টেলিফোন করে। বলে, আসুন মন্ত্রিত্ব দেব, আসন ছেড়ে দিন।’
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, ‘খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন। খালেদা জিয়ার ভালোবাসা, আশ্রয় ও সহযোগিতায় আমি এতদূর এসেছি। তিনি হাসপাতালে যাওয়ার আগে ২৩ নভেম্বর জানতে চেয়েছেন,আমার মনোনয়ন কেন দেওয়া হয়নি। আমার মা (খালেদা জিয়া) মারা যাওয়ার পর আমাকে বহিষ্কার করা হল।’
তিনি আরও বলেন, ‘এখন দল আমাকে সকাল-বিকাল টেলিফোন করে। বলে, মন্ত্রিত্ব দেব আসনটা ছেড়ে দেন। আমার জান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন, আরও কিছুর বিনিময়েও আমি আমারএলাকার মানুষকে ছেড়ে যাব না।’
এদিকে, মতবিনিময়-কালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুমিন ফারহানার পক্ষের একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খানের সঙ্গেবাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন রুমিন ফারহানা।
উল্লেখ্য, দলের সিদ্ধান্ত অমান্য করে জোট প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154291