‘মব’ শব্দটি ব্যবহারের আগে সচেতন হতে হবে-তাজুল ইসলাম

‘মব’ শব্দটি ব্যবহারের আগে সচেতন হতে হবে-তাজুল ইসলাম

‘মব’ শব্দটি ব্যবহারের আগে সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণভবনে সরকার পতন ঘটানো আর রাস্তায় ছিনতাইকারী বা সংখ্যালঘু পিটিয়ে হত্যা করা এক বিষয় নয়। তাই মব শব্দটি ব্যবহারের ক্ষেত্রে আগে সচেতন হতে হবে। এটা করে আন্দোলনকারীদের ছোট করবেন না।

আলোচনায় মামলা জট, বিচারক স্বল্পতা, বিচারক নিয়োগ প্রক্রিয়াসহ বিচার বিভাগের নানা সংকট তুলে ধরেন বক্তারা।

একইসঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃশ্যমান সুবিচার নিশ্চিত করার তাগিদ দেন আইনজীবীরা। এসময় জুলাই আন্দোলন পরবর্তী জনআকাঙ্খা অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক স্বদিচ্ছার কথাও তুলে ধরেন বক্তারা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154290