চ্যারিটি কনসার্টে ‘সিগারেট বিতরণ, দুঃখ প্রকাশ ডাকসু নেতার
ঢাবি প্রতিনিধি: শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্পিরিটস অব জুলাই ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর যৌথ আয়োজনে ‘কুয়াশার গান’ কনসার্ট গতকাল অনুষ্ঠিত হয়েছে। তবে কনসার্ট চলাকালে স্পন্সরে থাকা এক তামাক কোম্পানির ছায়া প্রতিষ্ঠান এক্স ফোর্সের করা স্মোক জোন ও বিনামূল্যে সিগারেট বিতরণের বিষয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
এ প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন কনসার্ট আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকা ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
তার ভাষ্য, কথা ছিল, এক্স ফোর্স একটা ‘এক্সপেরিয়েন্স জোন’ করবে সেখানে বক্সিংসহ অনেকগুলো ইভেন্ট এবং ‘একটি স্মোকিং’ জোন করবে যাতে কনসার্টে আসা অন্যান্যদের ধূমপানের কারণে কোন সমস্যা না হয়। আমি অবগত ছিলাম না যে তারা স্মোকিং জোনের ভিতরে ফ্রিতে সিগারেট দেবে শিক্ষার্থীদের।
শনিবার (১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ বিষয়ে নিজের অবস্থান জানিয়ে দুঃখ প্রকাশ করেন।
উল্লেখ্য, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক প্রত্যয়ে স্পিরিটস অব জুলাই ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় ‘কুয়াশার গান’ কনসার্ট।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশের জনপ্রিয় ও খ্যাতনামা ব্যান্ড ও শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অংশগ্রহণকারী ব্যান্ডগুলোর মধ্যে ছিল- কৃষ্ণপক্ষ, আভাস, চিরকুট এবং অ্যাশেস।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154282