আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা

আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : মৌসুম এখনো মাঝপথে থাকলেও আগামী মৌসুমের দল গঠন নিয়ে কাজ শুরু করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির ট্রান্সফার তালিকার শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।

বয়স ও আর্থিক দিক বিবেচনায় রবার্ট লেভানডফস্কির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় আক্রমণভাগে পরিবর্তনের পরিকল্পনা করছে বার্সা। আগস্টে ৩৮ বছরে পা দিতে যাওয়া এই পোলিশ স্ট্রাইকারের উচ্চ পারিশ্রমিক ও চোটের ঝুঁকিও ভাবাচ্ছে ক্লাবকে।

এই প্রেক্ষাপটে আলভারেজকে আদর্শ বিকল্প হিসেবে দেখছেন কোচ হান্সি ফ্লিক ও স্পোর্টিং ডিরেক্টর ডেকো। যদিও চলতি মৌসুমে আতলেতিকো মাদ্রিদে তার পারফরম্যান্স খুব ধারাবাহিক নয়, তবু বার্সা কর্তাদের বিশ্বাস, তার খেলার ধরন ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে মানানসই।

তবে আলভারেজকে দলে ভেড়ানো সহজ হবে না। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পেতে প্রায় ১০০ মিলিয়ন ইউরো খরচ হতে পারে। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের ১:১ নিয়মে ফিরতে পারলেই কেবল এমন বড় চুক্তিতে যেতে পারবে বার্সেলোনা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154264